এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল ৬ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৭.৩০ মিনিটে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর রোটা বর্ষ ২০২৪-২৫ এর নতুন প্রেসিডেন্টের কলার হ্যান্ড ওভার শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ২০২৩-২৪ এর সভাপতি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফের সভাপতিত্বে মিটিং শুরু হয় । তিনি বিগত বছরের রোটারিয়ানবৃন্দ, বোর্ড মেম্বারবৃন্দ, এবং বিভিন্ন প্রতিষ্ঠান বছরব্যাপী বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা করার জন্য আরআই সাইটেশন, ক্লাব মেম্বার পর্যায়ে রোটারি এভিনিউ অফ সার্ভিস এর মত গুরুত্বপুর্ণ এওয়ার্ড অর্জন এবং ভালো কাজের কৃতিত্ব সকল সদস্যকে প্রদান করেন। এছাড়া সকল অপুর্নতা ও ভুল ত্রুটির দায় নিজ কাঁধে তুলে নিয়ে আগামী দিনের সুন্দর রোটারি কামনা করে তার বক্তব্য শেষ করেন ।
অতঃপর ২য় পর্বে নতুন সভাপতি মেম্বার শিউলি হাসানকে তিনি এবং চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু সহ সকল সদস্যবৃন্দ প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন। এরপরে ক্লাব সভাপতি নিয়ম মোতাবেক ক্লাবের মিটিং কন্ডাক্ট করেন। বক্তব্যে পর্বে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রফিকুল ইসলাম রিপন, ক্লাব ডিরেক্টর রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, রোটারিয়ান ড. গোলাম মাওলা রোটারিয়ান ইন্জনিয়ার মো.শরিফুল হক, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. কামরুজ্জামান, ট্রেজারার রোটারিয়ান মো. রোটারিয়ান মো. রাজিউর রহমান, সেক্রেটারি রোটারিয়ান মো. আতিকুর রহমান, সর্বশেষ আইপিপি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ নতুন সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করে আগামী দিনের রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর যাত্রা পথকে মসৃণ এবং প্রাণবন্ত রাখতে বছরব্যাপী বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা করার আশ্বাস প্রদান করে তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।
রোটারি ক্লাবের নবনিযুক্ত সদস্য প্রিন্স সুলতান ইউনিভার্সিটি, সৌদি আরবের রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দ শাহ আলম এবং তার বন্ধু রোটারিয়ান ডা. তাহাসিনা শামীম তাসু এবং রোটারিয়ান লোমান মঞ্জুর অপু কে গত ৫ জুলাই সার্ভিস প্রোজেক্ট সম্পন্ন করার জন্য মনোনীত করায় ক্লাবের সভাপতিসহ বোর্ড অফ ডিরেক্টরদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রফেসর ড. আলম আরোও বলেন যে আগামী দিনের মানবতার সেবায় এই ধরনের আরো অনেক উদ্যোগ গ্রহণ করা হবে যা ক্লাবসহ রোটারি ইমেজ তৈরীতে ভূমিকা রাখবে। পরিশেষে বর্তমান সভাপতি তার বক্তব্যের মাধ্যমে আগামী দিনের সুন্দর রোটারি, সুন্দর বাংলাদেশ তথা এই ক্লাব সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানটির সমাপ্ত করেন।