মৎস্য চাষীদের পুকুর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা-স্কয়ার আনলো Probio™-Aqua Powder

রাজধানী প্রতিনিধি: মৎস্য খামারিদের দীর্ঘদিনের পুকুরের পানির মান নিয়ন্ত্রণ, ক্ষতিকারক ভিব্রিও এর প্রকোপ নিয়ন্ত্রন ও তলদেশের বর্জ্য ব্যবস্থাপনার দুর্ভোগ কমাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর এগ্রোভেট ডিভিশন বাজারে নিয়ে আনলো অত্যাধুনিক জাপানিজ টেকনোলজি ও ন্যানো টেকনোলজি সম্পন্ন সর্বোচ্চ কার্যকরী পাউডার প্রোবায়োটিকস, Probio™-Aqua Powder। আজ রবিবার (১২ অক্টোবর) রাজধানীর মহাখালীর স্কয়ার সেন্টারে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পণ্যটির উদ্বোধন করা হয়।

Bacillus subtilis, Bacillus licheniformis, Bacillus polymixa, Bacillus amyloliquefaciens সহ ছয় প্রজাতির উপকারী ব্যাকটেরিয়ার সমন্বয়ে তৈরি Probio™-Aqua Powder পুকুরের তলদেশের জমে থাকা জৈব বর্জ্য ভেঙে পানির গুণগত মান উন্নত করে। পাশাপাশি এটি মাছের পুকুরের পানির দুর্গন্ধ দূর করে স্থিতিশীল প্রাকৃতিক প্ল্যাঙ্কটন গঠনে সহায়তা করে এবং Salmonella, Aeromonas, E. coli ও Vibrio’র মতো ক্ষতিকর জীবাণু বৃদ্ধিকে দমন করে। ফলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং খাবারের রূপান্তর হার উন্নত হওয়ায় উৎপাদন খরচ কমে।

পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ন্ত দত্ত গুপ্ত, জেনারেল ম্যানেজার; মো: আরিফুজ্জামান সিনিয়র ম্যানেজার; রুবাইয়াত নুরুল হাসান, সিনিয়র ম্যানেজার এবং প্রোডাক্ট এক্সিউটিভ মো: মেহেদি হাসান সহ স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর এগ্রোভেট ডিভিশনের অন্যান্য কর্মকর্তারা।

মৎস্য বিশেষজ্ঞরা জানান, Probio™-Aqua Powder-এর নিয়মিত ব্যবহারে পুকুরের পরিবেশ ভারসাম্য বজায় থাকে এবং মোট উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে দেশের মৎস্য খামারিরা এখন পুকুর ব্যবস্থাপনায় আর অতিরিক্ত ভোগান্তিতে পড়বেন না দেশের মৎস্যভিত্তিক কৃষি অর্থনীতিতে যুক্ত হবে নতুন সম্ভাবনা।