এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দ শাহ আলম-এর উদ্যোগে ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর আয়োজনে গতকাল শহরে হোসনে আরা ফাউন্ডেশনের একটি বহুতল ভবনের সফল উদ্বোধন ceremony অনুষ্ঠিত হয়েছে। এই ভবনটি রাজশাহীর সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু।
উদ্বোধিত এই বহুমুখী ভবনটিতে আই হসপিটাল নামে একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র, মীর আয়ূব আলী বিদ্যা নিকেতন (ডিঙ্গাডোবা, রাজশাহী), রোটারি ক্লাব অব রাজশাহী-এর স্থায়ী অফিস, বৃদ্ধদের অধিকার সংরক্ষণে কাজ করা বৃদ্ধ মানুষের আইনের লড়াই-এর অফিস স্থাপন করা হবে। এতে অ্যাডভোকেট মিলন-এর মতো সমাজসেবী ব্যক্তিত্বও সংশ্লিষ্ট আছেন।
অনুষ্ঠানে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার হেলানা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতি উদ্যোগের উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, "এ ধরনের বহুমুখী সেবামূলক প্রকল্প সমাজের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি স্থানীয় জনগণের জন্য শিক্ষা, চিকিৎসা ও আইনি সেবা প্রাপ্তিতে একটি মাইলফলক হয়ে থাকবে।"
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর সভাপতি। এতে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার, রোটারিয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম, রোটারিয়ান হাসিবুল হাসান, রোটারিয়ান শরিফুল হক, রোটারিয়ান ড. গোলাম মওলা, এবং রোটারিয়ান শিউলি হাসান,স্থানীয় স্কুলের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য অতিথিগণও অনুষ্ঠানে যোগ দেন。
রোটারিয়ান প্রফেসর ড. মো জালাল উদ্দিন সরদার তাঁর বক্তব্যে বলেন, "এই ভবনটি শুধু একটি Infrastructure নয়, এটি আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা ও সেবার জীবন্ত প্রতীক। আমরা আশা করি, এটি থেকে রাজশাহীর মানুষ বহুমুখী সুবিধা পাবে এবং এটি একটি উন্নত ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।"