আর এস মাহমুদ হাসান, ঢাকা: ভেটেরিনারি গ্রাজুয়েটদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)-এর উদ্যোগে এবং অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর সহযোগিতায় শুরু হওয়া তিন মাসব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচির প্রথম মাস শেষে মতবিনিময় সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর ফার্মগেটস্থ আহকাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহকাবের সাধারণ সম্পাদক ও সেঞ্চুরী এগ্রো লিমিটেডের পরিচালক মো. আনোয়ার হোসেন।
সভায় সভাপতিত্ব করেন বিভিএ’র আহ্বায়ক ডা. মো. সফিউল আহাদ সরদার স্বপন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিএ’র সদস্য সচিব ডা. মো. তারেক হোসেন, বিভিএ সদস্য ডা. শাহাদাত হোসেন পারভেজ এবং ওয়ান হেলথ সেক্রেটারিয়েটের ফোকাল পারসন (অ্যানিমেল হেলথ) ডা. মো. নূরে আলম।
মতবিনিময় সভায় প্রশিক্ষণ কর্মসূচির অগ্রগতি, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণার্থীরা গত এক মাসের অর্জন ও শিখন অভিজ্ঞতা তুলে ধরেন এবং মাঠপর্যায়ে বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণের উপযোগিতা সম্পর্কে মতামত ব্যক্ত করেন।
আহকাব সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, “কর্মমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন ভেটেরিনারিয়ানদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা দেশের প্রাণিসম্পদ খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
সভাপতির বক্তব্যে বিভিএ আহ্বায়ক ডা. মো. সফিউল আহাদ সরদার স্বপন বলেন, “ভবিষ্যতে এই ধরনের হাতে-কলমে প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানো হবে, যাতে নবীন ভেটেরিনারিয়ানরা মাঠে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন।”