রাজধানী প্রতিনিধি: 'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' প্রতিপাদ্যকে সামনে রেখে ফিসটেক (বিডি) লিমিটেডের যৌথ আয়োজনে আজ ২৬ জুলাই ২০২৫ শনিবার ঢাকার বেঙ্গল ব্লু বেরি হোটেলে অনুষ্ঠিত হলো Aquaculture Knowledge Day 2025।
'Innovation for Sustainable Future' স্লোগানে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নানা আয়োজনে ছিলো অতিথিদের সরব উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণ। অনুষ্ঠা নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তোফাজ্জেল হোসেন ; সচিব (রুটিন দায়িত্ব)।
পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটি শুর হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ফিসটেক হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক সরকার।
প্রধান অতিথি সচিব মোঃ তোফাজ্জল হোসাইন বলেন, বিগত তিন দশকে জলাশয়ের পরিমাণ কমেছে সত্য। তখন সাড়ে ৭ কোটি মানুষের মাছের যোগান আসতো। কিন্তু এতো প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পরেও এখন ১৮ কোটি মানুষের মাছের চাহিদা হচ্ছে। নিরাপদ আমিষের সাপোর্টের জন্য সরকার প্রস্তুত আছে। পলিসি পর্যায়ের সকল সাপোর্টের জন্য সরকার সবসময় আন্তরিক। প্রাইভেট সেক্টরে ফিসটেকের গবেষণাকে অত্যন্ত সফল বলে মনে করেন তিনি।
দুটি ওরাল প্রেজেন্টেশন সেশনসহ মোট ৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
ফিসটেকের কার্যক্রম, বিএমসি প্রকল্পের সাফল্য ও আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্যচাষ নিয়ে আলোচনা সভার পাশাপাশি ছিলো পোস্টার ও উদ্ভাবনী বুথ পরিদর্শন,'ফিসটেক বার্তা' মোড়ক উন্মোচন, সম্মাননা স্মারক প্রদান করেন রাফিউল হাসান চৌধুরী, জেনারেল ম্যানেজার, ফিসটেক লিমিটেড।
বিকেলে আয়োজিত আলোচনায় 'ভবিষ্যৎ উদ্ভাবন: গবেষণা থেকে মাঠপর্যায়ে প্রয়োগ' বিষয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করেন। এরপর অনুষ্ঠিত হয় 'ডোর-টু-ডোর ফার্মিং সার্ভিস' বিষয়ক টেকনিক্যাল সেশন ও পুরস্কার বিতরণ। দলগত ফটোসেশনের মাধ্যমে প্রাণবন্ত এ অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে মডারেটর ছিলেন মোঃ আতাউল করিম ভূইয়া।
দিনব্যাপি এই সেমিনারে দেশের খ্যাতনামা মৎস্য বিশেষজ্ঞরা প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন খন্দকার ফরহাদ হোসেন, চেয়ারম্যান, ফিসটেক (বিডি) লিমিটেড।