
এগ্রিলাইফ২৪ ডটকম: জুলাই-ডিসেম্বর ২০২৫ তারুণ্যের উৎসব আয়োজনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘ব্রির অর্জন ও অগ্রগতি : তারুণ্যের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রিরমহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আদিল বাদশাহ, বিভাগীয় প্রধান, কৃষিতত্ত¡ বিভাগ এবং ফোকাল পয়েন্ট, তারুণ্যের উৎসব, ব্রি। কর্মশালায় ব্রির বিভাগীয় ও শাখা প্রধানগণ এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এবং কাজী আজিম উদ্দিন কলেজের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
























