বরিশালে কৃষি বিপণন কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে আঞ্চলিক বিপণন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর সাগরদীতে অবস্থিত কারিতাসের সম্মেলনকক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ওমর মো. ইমরুল মহসিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. মো. মাহবুবুর রহমান এবং কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এস এম মাহবুব আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টনার (ডিএএম অংগ) প্রোগ্রামের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আবদুল্লাহ আল-ফারুক।

প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মো. বায়েজীদ বোস্তামীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মামুন অর রশীদ, প্রফেসর ড. মাইনুল হাসান, পার্টনার প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মাসুদ রানা, সিনিয়র মনিটরিং অফিসার মো. রশিদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নাহার মুন্নী, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. রাসেল খান, চেম্বার অব কমার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. আমিনুর রহমান খান, উইমেন্স চেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলকিস আহমেদ মিলি, কৃষক মেহেদি হাসান প্রমুখ।

কর্মশালায় বিপণন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উদ্যোক্তা এবং কৃষক মিলে ৮০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, পার্টনার প্রোগ্রামটি কৃষি মন্ত্রণালয়ের সর্ববৃহৎ প্রকল্প। এর মাধ্যমে কৃষি সেক্টরে বিপ্লব ঘটবে। আর তা বাস্তবায়নে সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করা হবে, যার মধ্যে ১২ হাজার থাকবে নারী।