বিভিএ’র প্রি-সার্ভিস হ্যান্ডস-অন রেসিডেন্সি ট্রেনিংয়ের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)-এর উদ্যোগে এবং এনিম্যাল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর সহযোগিতায় আয়োজিত “প্রি-সার্ভিস হ্যান্ডস-অন রেসিডেন্সি ট্রেনিং ফর ফ্রেশ ভেটেরিনারি গ্র্যাজুয়েটস”-এর সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গতকাল বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

তিন মাসব্যাপী এই ইন্টেনসিভ ট্রেনিংয়ে ১৫ জন নবীন ভেটেরিনারি গ্র্যাজুয়েট পেট প্র্যাকটিস, পোল্ট্রি ফার্ম, হ্যাচারি ও ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মিস ফরিদা আখতার। তিনি বলেন, “প্রাণিসম্পদ খাতের উন্নয়নে দক্ষ ভেটেরিনারিয়ানদের কোনো বিকল্প নেই। বিভিএ আয়োজিত এই ট্রেনিং ভবিষ্যৎ প্রজন্মের পেশাদারদের গড়ে তুলতে মাইলফলক হবে।”

প্রধান অতিথি ভেটেরিনারি সার্ভিসকে জরুরি সেবার আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন এবং ভেটেরিনারি ড্রাগ এক্ট নভেম্বরের মধ্যেই বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তিনি কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পথ কুকুরদের সেবা প্রদানের ব্যাপারেও উৎসাহ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; প্রফেসর ড. বাহানুর রহমান, ডিন, ভেটেরিনারি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; ডা. মো. বয়জার রহমান, পরিচালক, প্রশাসন, ডিএইচএ; এবং জনাব সায়েমুল হক, সভাপতি, আহকাব।

আহকাব সভাপতি জনাব সায়েমুল হক বলেন, “১০% শেখা হয় ক্লাসরুমে, ২০% প্রশিক্ষকের কাছ থেকে, আর ৭০% শেখা হয় কাজ করতে করতে বিভিএ শিক্ষার্থীদের এই বাস্তব শিক্ষার সুযোগ দিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।”

দ্যা ভেট এক্সিকিউটিভ-এর সভাপতি ডা. আল আমিন উপদেষ্টা মহোদয়ের কাছে ভেটেরিনারি ড্রাগ এক্টস দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানান এবং ভেটেরিনারি পেশার মানোন্নয়নে সরকারের সহায়তা কামনা করেন।

ভ্যাব এর মহাসচিব ডা. কবির হোসেন জনসেবা নিশ্চিত করতে লোকবল সংকট দূর করতে জরুরি সেবা হিসেবে ভেটেরিনারি সার্ভিসকে জরুরি সেবার আওতাভুক্ত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। তিনি আলাদা প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার দাবি করেন।

লাইভস্টক ক্যাডার এসোসিয়েশন এর আহবায়ক ডা: আব্দুল মান্নান মিয়া ভবিষ্যতে আরো বড় পরিসরে উক্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রফেসর ড. মাহমুদুল হাসান শিকদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মূল প্রবন্ধে সারা বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা তুলে ধরেন।

প্রশিক্ষণার্থীদের প্রতিনিধি ডা. সানজিদা হায়দার ও ডা. নেহাল হাসনাইন বিভিএকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই প্রশিক্ষণ আমাদের আত্মবিশ্বাস ও বাস্তব দক্ষতা বাড়িয়েছে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মো. সফিউল আহাদ সরদার, আহবায়ক, বিভিএ। তিনি বলেন, “বিভিএ জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্র তৈরিতে কাজ করছে।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. শাহাদাত হোসেন পারভেজ, এবং স্বাগত বক্তব্য রাখেন ডা. তারেক হোসেন , সদস্য সচিব, বিভিএ।

অনুষ্ঠানের শেষে ১৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।