
এগ্রিলাইফ প্রতিবেদক: “ব্যবহারে চেরিশ ফিড, সাফল্য নিশ্চিত” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো *আর বি অ্যাগ্রো লিমিটেড আয়োজিত *“খামারী সমৃদ্ধি কর্মশালা”। বিপুল সংখ্যক মৎস্য, পোল্ট্রি ও ক্যাটল খামারির উপস্থিতিতে কর্মশালাটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আর বি অ্যাগ্রো লিমিটেডের সম্মানিত ডিলার মেসার্স বিসমিল্লাহ অ্যাগ্রো বিতান।
কর্মশালায় ফিশ, ব্রয়লার ও পোল্ট্রি সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক যেমন খামার ব্যবস্থাপনা, পুষ্টি ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক আলোচনা ও ব্যবহারিক পরামর্শ প্রদান করা হয়।
আর বি অ্যাগ্রো লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন *জনাব কৃষিবিদ কে. এম. গোলাম রসুল, সিনিয়র এজিএম, পুষ্টিবিদ সাইফি নাসির, এজিএম (ফিশ ফিড), *জনাব ডাঃ মোঃ আনোয়ার হোসেন, ডেপুটি টেকনিক্যাল ম্যানেজার, মোঃ মাশরুর হাসান, সিনিয়র অফিসার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “চেরিশ ফিড ব্যবহারের মাধ্যমে খামারিরা উৎপাদন বৃদ্ধির পাশাপাশি লাভজনক ও টেকসই খামার পরিচালনা করতে পারছেন।” তারা আরও জানান, আর বি অ্যাগ্রো লিমিটেড শুধুমাত্র মানসম্পন্ন ফিড সরবরাহই করে না, বরং খামারিদের কারিগরি সহায়তা ও নিয়মিত পরামর্শ সেবা প্রদানের মাধ্যমে মাঠ পর্যায়ে দৃঢ়ভাবে পাশে থাকে।
উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জে দিন দিন চেরিশ ফিডের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। খামারিদের মতে, ফিডের উচ্চমান, সুষম পুষ্টিগুণ এবং কোম্পানির কারিগরি সহায়তাই তাদের আস্থার মূল ভিত্তি।
আর বি অ্যাগ্রো লিমিটেডের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত খামারিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা চাই প্রতিটি খামার হোক লাভজনক, প্রতিটি খামারি হোক সফল। চেরিশ ফিড সেই সাফল্যের নির্ভরযোগ্য অংশীদার।”
























