"বিনিয়োগের আস্থায় ইয়নের খাদ্য, স্বাস্থ্যকর খামারে হবে নিরাপদ পণ্য"

এগ্রিলাইফ প্রতিবেদক: "বিনিয়োগের আস্থায় ইয়নের খাদ্য, স্বাস্থ্যকর খামারে হবে নিরাপদ পণ্য" এই স্লোগানকে সামনে রেখে দেশজুড়ে ইয়ন ফিড চমৎকার এক ক্যাম্পেইন পরিচালনা করছে। পবিত্র মাহে রমজানে দেশব্যাপী পঞ্চাশটি জেলায় "নিরাপদ ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনা" বিষয়ক কর্মশালার মধ্য দিয়ে স্টেক হোল্ডারদের মাঝে এই বার্তা পৌঁছে দিচ্ছে ইয়ন ফিড।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ মার্চ) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আমিন বাজারে "এষা মনি ট্রেডার্স"-এ "নিরাপদ ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনা" বিষয়ক কর্মশালার আয়োজন করে ইয়ন ফিড। কমশালায় ৫০ জন এর বেশি সংখ্যক স্টেকহোল্ডার অংশগ্রহন করেন।

পবিত্র কোরআন তেলাওয়াত-এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর খামারিদের সাথে ইয়ন ক্যাটল, ফিশ, পোল্ট্রি ফিড নিয়ে টি.এস.এম জুয়েল রানা বিশদ আলোচনা ও মতবিনিময় করেন এবং TSI আতাউর রহমান শুভেচ্ছা বক্তব্য ও পরিচিতি বক্তব্য প্রদান করেন।

ইয়ন ফিড-এর ডিলার মুকুল মাস্টার ও এলাকার স্থানীয় কনসালট্যান্টগণ ইয়ন ফিডের গুনাগুন নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত খামারিরা বলেন, তাদের গবাদি প্রাণী ও মাছ চাষে ইয়ন ফিড ব্যবহারে আশাতিত সাফল্য পাচ্ছেন। এর মান ও গুনাগুন ধরে রাখার জন্য ইয়নের কর্মকর্তাদের প্রতি বিশেষ অনুরোধ জানান উপস্থিত খামারীরা।

আজ মোট আটটি জেলায় তারা এ কর্মসূচি পালন করে। তার মধ্যে উল্লেখযোগ্য হল কুড়িগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, দিনাজপুর, কিশোরগঞ্জ। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, শেরপুর, রংপুর. বগুড়া, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর সহ মোট ১৫ টি জেলায় ইতিপূর্বে এ ধরনের মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন করেছেন।

ইয়ন গ্রুপের ডেপুটি ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) কৃষিবিদ রাজু আহমেদ জানান, তাদের লক্ষ্য ৫০টি জেলায় পবিত্র মাহে রমজানে এ ধরনের ৫০টি মতবিনিময় সভা আয়োজন করা। ইতিমধ্যে ১৫ টি জেলায় এ ধরনের কর্মসূচী ব্যাপক সাড়া ফেলেছে। এর ফলে ডেইরি এবং মৎস্য সেক্টরের নতুন নতুন উদ্যোক্তারা আশার আলো দেখছেন বলে জানান রাজু আহমেদ।