বীজ প্রত্যয়ন এজেন্সীর মিশন ও ভিশন বাস্তবায়ন, মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ এবং সমন্বিত মার্কেট মনিটরিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের দৌলতপুরস্থ সেমিনার কক্ষে বীজ প্রত্যয়ন এজেন্সী, খুলনা অঞ্চলের উদ্যোগে বীজ প্রত্যয়ন এজেন্সীর মিশন ও ভিশন বাস্তবায়ন, মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ এবং সমন্বিত মার্কেট মনিটরিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

রবিবার (০৫ মে) কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনার অধ্যক্ষ কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বীজ প্রত্যয়ন এজেন্সী, খুলনা অঞ্চলের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার (অ. দা.), কৃষিবিদ ড. রুবায়েত আরা।

মূল প্রবন্ধে বীজ প্রত্যয়ন এজেন্সী ঘোষিত নোটিফাইড ও নন-নোটিফাইড ফসল সমুহের মাঠ মান ও বীজ মান এবং বীজ সংক্রান্ত বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত বীজ আইন ও ধারা সমুহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন কৃষিবিদ ড. রুবায়েত আরা। কৃষিবিদ রুবায়েত মানসম্মত বীজ উৎপাদনের কৌশল এবং প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মার্কেট মনিটরিংয়ের পরিকল্পনা উপস্থাপন করেন।

প্রধান অতিথি কৃষিবিদ মোহন কুমার ঘোষ নতুন নতুন জাত অবমুক্তকরণে গবেষণা ইনস্টিটিউট, সম্প্রসারণ ও বীজ প্রত্যয়ন এজেন্সীর সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য কৃষিবিদদের অনুরোধ করেন। তিনি বাজারে অসাধু বীজ ব্যবসায়ীদের গুদামের সব ধরনের বীজ নিয়মিত মনিটরিংয়ের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা কৃষি অফিসারদের সহযোগিতায় বীজ প্রত্যয়ন এজেন্সীর কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ নূরুল ইসলাম বলেন, বীজ প্রত্যয়ন এজেন্সীর জনবল খুবই কম এবং জেলা পর্যায়ের অফিসারদের যানবাহন সুবিধা নেই বললেই চলে। সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ব্যতিত মাঠ কার্যক্রম পরিচালনা করা কষ্টকর। তিনি উপজেলা কৃষি অফিসারদের সহযোগিতার হাত সম্প্রসারণের জন্য অনুরোধ করেন। খুলনা বিভাগের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট, বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উইংয়ের জেলা ও উপজেলা অফিসারগন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, কৃষি তথ্য সার্ভিস ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সলিডারিডাড এর প্রতিনিধিগন সেমিনারে অংশগ্রহণ করে মূল্যবান মতামত পেশ করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঝিনাইদহ জেলা বীজ প্রত্যয়ন এজেন্সী কার্যালয়ের বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ নাহিদ সুলতানা। অন্যদিকে একই ভবনের প্রশিক্ষণ কক্ষে মানসম্মত বীজ উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের তালিকাভুক্ত বীজ উৎপাদকদের দিন ব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করেন বীজ প্রত্যয়ন এজেন্সীর বিশেষজ্ঞ অফিসারবৃন্দ।