ক্যম্পাস ডেস্ক: এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল ৬.০৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে সকল শিক্ষক, কর্মকর্তাগণ সম্মলিত ভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন অফিস প্রাঙ্গনে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ মনিরুল ইসলাম রিন্টু -এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও কৃষি এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ এর ডীন ড. মোঃ দেলোয়ার হোসেন। । স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও ব্যবসা প্রশাসন অনুষদের এ্যাসোসিয়েট ডীন জনাব মোঃ ইউসুফ হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন এবং বলেন বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি বলেন সাধারণ জনগণের পাশাপাশি মহান স্বাধীনতা যুদ্ধে ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের যথেষ্ট অবদান রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকবে, সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে বাংলাদেশ কিভাবে এসেছে তা জানবে এবং বিশ্বের বুকে বাংলাদেশ কে কিভাবে মাদক মুক্ত দেশ হিসেবে পরিচিতি করা যায় সেভাবে কাজ করবে। এছাড়া তিনি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে সচেষ্টা থাকার আহ্বান জানান। সুন্দরভাবে দেশ পরিচালনায় তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। সর্বশেষে মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদ যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ শাহারিয়ার কবির, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) জনাব মোঃ নুরুল ইসলাম, কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আশরাফুল আরিফ, আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব এসএম শহিদুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ মনিরুল ইসলাম রিন্টু সংক্ষিপ্ত বক্তব্যের পর উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।