বিশ্ববিদ্যালয়ে যুগোপযোগী পাঠ্যক্রম নির্ধারণ করতে হবে-সিকৃবি ভিসি

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেছেন যুগোপযোগী পাঠ্যক্রম নির্ধারণের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। ২৭ মার্চ (বুধবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের সম্মেলন কক্ষে ‘এক্রিডিটেশনের লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF)-এর সাথে পাঠ্যক্রমের অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক সহযোগী প্রফেসর সরকার মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সহযোগী প্রফেসর এবং সহকারি প্রফেসর সহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।