এগ্রিলাইফ২৪ ডটকম: গত ৩০ এপ্রিল, ২০২৪ তারিখে ঢাকা ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন (DVSA) এর তৃতীয় কমিটি প্রকাশ করা হয়। বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট'স ফেডারেশন(BVSF) এর সভাপতি ইমতিয়াজ আবির ও সাধারণ সম্পাদক রতন রহমান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইয়াসির আরাফাতকে সভাপতি ও তাফসিরুল ইসলাম সাকিবকে সাধারণ সম্পাদক পদে আসীন করে ৩৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর পাশাপাশি নব-নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
নব-নির্বাচিত সভাপতি ইয়াসির আরাফাত আমাদেরকে জানান, "সারাদেশের মানুষকে ভেটেরিনারি পেশা সম্বন্ধে সচেতন করতে ও বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয় যেমন ওয়ান হেলথ ইস্যু, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রভৃতি ইস্যুতে কাজ করার লক্ষ্য নিয়ে নতুন মাত্রায় এগিয়ে নিয়ে যেতে চাই। এছাড়াও যেকোনো ভেটেরিনারি ছাত্রছাত্রীদের নানাবিধ সমস্যার সমাধানে সিনিয়র ভেটেরিনারিয়ানদের সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে আমরা বিভিন্ন জনসেবামূলক আয়োজন করতে চাই। স্বপ্ন দেখি স্মার্ট বাংলাদেশের পাশাপাশি স্মার্ট লাইভস্টক সেক্টর গড়ে তোলার জন্য আমরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে বিভিন্ন সেমিনার,ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প ইত্যাদির আয়োজন করব ইনশাআল্লাহ।"
ঢাকা ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাফসিরুল ইসলাম সাকিবের কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, "নিজের পেশার প্রতি দায়বদ্ধতা থেকে, পেশা সংক্রান্ত সংগঠন এর প্রতি ভালো লাগা এবং আগ্রহ তৈরির এক মিলবন্ধনের ফলশ্রুতি হচ্ছে ডিভিএসএ। পেশাভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, নানা রকম অনিয়মের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন-সংগ্রামে এই সংগঠন বরাবরই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সবার প্রতি আস্থা এবং বিশ্বাস থাকবে এই যে ভেটেরিনারি পেশার দুর্যোগ, দুর্ভোগ এবং ভালো সময়ে যেনো আমরা হাতে হাত রেখে এগিয়ে যেতে পারি, ভেটেরিনারি পেশায় নতুন এক দ্বার উন্মোচন করতে পারি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের গর্বিত অংশীদার হতে পারি।"