
এগ্রিলাইফ২৪ ডটকম: খেলায় জয় পরাজয় থাকবেই” খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষিবিদ ড. এস এম ফেরদৌসের এই বক্তব্যের মধ্য দিয়ে নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫২তম আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দিনের খেলা উদ্বোধন হয়।
আজ শনিবার সকালে প্রথম খেলায় ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় ও রমজাননগর ইউনিয়ন তোফাজ্জল বিদ্যাপীঠ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে ৫-৪ গোলে জয়লাভ করে রমজাননগর তোফাজ্জল বিদ্যাপীঠ।
দিনের দ্বিতীয় খেলায় শ্যামনগর জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গুমানতলী ফাজিল মাদ্রাসা অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলের ব্যবধানে জয় পায় জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মাদ সামি।
উল্লেখ্য, শ্যামনগর উপজেলার মাধ্যমিক, দাখিল ও ফাজিল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ৪টি উপঅঞ্চলে ভাগ করে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে এবং আগামীকাল থেকে সেমিফাইনাল শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন উদ্দিন, নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিশিত কুমার রায়, তোফাজ্জল বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মো. আলমগীর, জোবেদা মডেল বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর কবীর ও গুমানতলী মাদ্রাসার শিক্ষক শাহীনুর রহমান। খেলা পরিচালনা করেন আলমগীর, আব্দুল হামিদ ও নূর হোসেন।
























