কুরবানীর মূল শিক্ষাই কুরবানিকে মহিমান্বিত করে

ইসলামিক ডেস্ক: কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেক সামর্থ্যবান নর-নারীর উপর কুরবানী ওয়াজিব। আল্লাহ ও তাঁর রাসূলের শর্তহীন আনুগত্যের শিক্ষা রয়েছে কুরবানীতে। পাশাপাশি কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার জন্য ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও গ্রহন করতে হবে। তবেই হবে কুরবানীর মূল শিক্ষা গ্রহন।

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন- আপনি আপনার রবের উদ্দেশ্যে নামায পড়ুন এবং কুরবানী আদায় করুন। অন্য আয়াতে এসেছে-হে রাসূল!) আপনি বলুন, আমার নামায, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ (অর্থাৎ আমার সবকিছু) আল্লাহ রাববুল আলামীনের জন্য উৎসর্গিত। (সূরা আনআম : ১৬২)

পশু জবাই করে কুরবানী করার মধ্য দিয়ে নিজের সকল পশুত্বকে কুরবানী করা এবং মহান আল্লাহ তাআলার জন্য ত্যাগ করার পাশাপাশি কুপ্রবৃত্তির দমনের শিক্ষা গ্রহণ করা উচিত। তাই কুরবানীর মধ্যে ইবাদতের মূল বিষয় তো আছেই, সেই সাথে তাকওয়ার অনুশীলনও রয়েছে। আসুন আমরা কুরবানীর মূল শিক্ষা গ্রহন করি এবং সে মোতাবেক অনুশীলন করি।-আমিন