প্রতিবেশীর হক আদায়ে সচেষ্ট থাকা মুমিনের একান্ত কর্তব্য

ইসলামিক ডেস্ক: মানুষ সামাজিক জীব। বিপদে-আপদে, সুখে-দুখে আমাদের প্রতিবেশীরাই সবচেয়ে আগে এগিয়ে আসে। তাই ইসলামে প্রতিবেশীর হককে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের ডানে-বামে, সামনে-পেছনে চল্লিশ বাড়ি পর্যন্ত প্রতিবেশীর আওতার অন্তর্ভুক্ত।’ সহিহ্ বোখারি

প্রতিবেশীর খোঁজ-খবর রাখা, তাদের বিপদে-আপদে এগিয়ে যাওয়া এখন আর তেমন চোখে পড়ে না! বর্তমান সমাজের অনেকেই প্রতিবেশীর বিষয়ে তেমন খোঁজ-খবর রাখেন না। ইসলাম এক প্রতিবেশীর জন্য তার আরেক প্রতিবেশীর ওপর অধিকারের ব্যাপারে সবসময় সচেতন করেছে।

হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘হে আবু যর! যখন তুমি ঝোল (তরকারি) রান্না করবে, তখন তাতে পানির পরিমাণ বেশি করো। অতঃপর তোমার প্রতিবেশীর বাড়িতে পৌঁছে দাও।’ সহিহ্ মুসলিম : ২৬২৫

তাই মহান আল্লাহর কাছে আমাদের আকুল প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে উত্তম প্রতিবেশী হওয়ার তাওফীক দান করেন। এক প্রতিবেশী প্রতি অন্য প্রতিবেশীর হক আদায়ে পরস্পর আন্তরিকভাবে সচেষ্ট থাকা মুমিনের একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিবেশীর অধিকার আদায়ে কুরআন-সুন্নাহর নীতি অনুসরণ ও অনুকরণ করার তাওফিক দান করুন। -আমীন