এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর ৪৫ তম নিয়মিত সভা ও ইফতার এবং দোয়া শহীদ মামুন মাহমুদ স্কুল এন্ড কলেজ শিক্ষক লাউঞ্জে আজ ২৩ শে মার্চ বিকেল ৫.০০ (পাঁচটায়) অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব রাজশাহী সেন্ট্রাল এর প্রেসিডেন্ট ডঃ মো. হেমায়েতুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে তেলাওয়াতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ইন্টারেক্ট মুহাম্মদ আহনাফ হাসান এবং প্রঠারি প্রত্যয় পাঠ করেন প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান মিজানুর রহমান।