এগ্রিলাইফ২৪ ডটকম: দেশবরেণ্য প্রাণীবিজ্ঞানী ও গবেষক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এনিমেল হাজবেন্ড্রি অনুষদের খ্যাতিমান শিক্ষক, প্রাক্তন ডীন, এনিম্যাল ব্রিডিং এবং জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের (বাহা)-এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রী এসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মো: আবুল হাশেম এবং মহাসচিব মো: রফিকুল ইসলাম খান (ডন) এক অভিনন্দন বার্তায় বলেন, তিনি তার বলিষ্ঠ নেতৃত্ব এবং দায়িত্বশীলতার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাবেন । পাশাপাশি তার বিচক্ষণতার মাধ্যমে কৃষি সংশ্লিষ্ট পেশার খাতকেও এগিয়ে নিতে অসামান্য অবদান রাখবেন বলে আশা করেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের (বাহা)-এর নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের সর্বক্ষেত্রে সফলতা কামনা করেছে। পা<াপাি< তাঁর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন নেতৃবৃন্দ।