এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন ড. মোঃ জাহাঙ্গীর আলম। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্র্ন্ত এক অফিস আদেশ জারি।
জারিকৃত অফিস আদেশে বলা হয় বর্তমান ডিন প্রফেসর ড. কে. বি. এম সাইফুল ইসলাম-কে ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করায় উক্ত অনুষদের ডিনের পদ সাময়িকভাবে শূন্য হওয়ার প্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ২৩ (৭) উপ-ধারা মোতাবেক এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম-কে সাময়িকভাবে এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন পদের দায়িত্ব প্রদান করা হলো।
উক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। এ আদেশ ২৫-০৯-২৪ ইং তারিখ হতে কার্যকর হবে বলে জানানো হয়।