রামপালের গাজীর খাল পুনঃখনন উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম: রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সলিডারিডাড নেট এশিয়া ও সহযোগী বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ এর উদ্যোগে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে ৬৫০ মিটার দৈর্ঘ্য, ৫ মিটার প্রস্থ ও ৪.৬ মিটার গভীর করার পরিকল্পনা করে গাজীর খাল পুনঃখনন উদ্বোধন করা হয়।

ক্লাইমেট স্মার্ট কৃষি ও পানি সাশ্রয়ী প্রযুক্তি অনুসরণ করে কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নের জন্য খালটি স্থানীয় পানি ব্যবহারকারী দলের সদস্যদের অংশগ্রহণে পুনঃখনন করা হচ্ছে। ৬ টি পানি ব্যবহারকারী দলের ৪৫৫ কৃষক পরিবার সরাসরি খালটি হতে উপকৃত হবেন বলে প্রকল্প অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান জানান।

মঙ্গলবার, ১৪ মে খালটির পুনঃখনন কাজ উদ্বোধন করেন ৩ নং বাইনতলা ইউপি চেয়ারম্যন মোঃ ফকির আব্দুল্যাহ। উদ্বোধন পরবর্তী আলোচনা পর্বে রামপাল উপজেলা সিনিয়র মৎস্য অফিসার কৃষিবিদ অসীম কুমার ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ জি এম অলিউল ইসলাম।

এসময় সলিডারিডাড এর হেড অফ ফাইন্যান্স আব্দুর রউফএবং সফল ফর আইডব্লিউআরএম প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ ইন্দু ভুষন রায়, সলিডারিডাড খুলনা অঞ্চলের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম ও সহযোগী এনজিও উত্তরণ-এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও খাল পুনঃখননের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অন্যান্যের মধ্যে ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর মেহেদী হাসান, সামারুল হক ও ছন্দা রানী উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ওয়াটারশেড কমিটির সভাপতি শেখ মুতাহার হোসেন। খালটি পুনঃখনন হলে জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি ও মৎস্য চাষে কৃষকরা ব্যাপক সুবিধা পাবেন বলে অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, চলতি বছরে সলিডারিডাড ও সহযোগী এনজিও রামপাল উপজেলায় ইতিপূর্বে আরও ৩ টি খাল পুনঃখনন করেছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ক্লাস্টার অফিসার মিতা রহমান।