মোছা:সুমনা আক্তারী: গত ৯ ডিসেম্বর সোমবার কানাইখালী স্টেডিয়াম মাঠে তথ্য অধিকার আইন ২০০৯, অনুযায়ী তথ্যের অবাধ প্রবাহ এবং জনগনকে নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি’র আয়োজনে এর তত্ত্বাবধানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে তথ্য মেলার উদ্বোধন হয়।
এ উপলক্ষ্যে শহরের কানাইখালী এলাকায় এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার জেলা প্রশাসক আসমা শাহীন। সনাক নাটোর সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রওশন আলী, দুদকের রাজশাহী বিভাগী সহকারী পরিচালক তানভির তানভীর আহমেদ সিদ্দিকী প্রমুখ। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী সহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই র্যালিতে অংশ গ্রহণ করেন এবং র্যালী শেষে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। বিভিন্ন স্টল পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে ব্যক্তবে জানান, সেখানে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। দুর্নীতির বিরুদ্ধে একসাথে ‘‘তথ্যের অধিকার , তথ্যই শক্তি সুশাসনের হাতিয়ার , দুনীতি থেকে মুক্তি’ হোক। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। দুর্নীতি প্রতিরোধের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃণা করতে হবে। তাই সকলকে দুর্নীতি মুক্ত থাকার আহবান জানান।
মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৪৪ টি স্টল রয়েছে। দুই দিনের মেলায় থাকছে আলোচনা সভা, গণশুনানী, দুর্নীতিবিরোধী চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা,উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, প্রিন্ট -ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত মেলাটি ০৯ ও ১০ তারিখ চলবে।