এগ্রিলাইফ২৪ ডটকম: রাজধানীতে মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘840’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হওয়া আড়াই ঘণ্টার এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালকসহ ‘840’ এর কলাকুশলীরা। এছাড়া- সিনেমা হলে বসে ফারুকীর নতুন এই ফিকশনটি উপভোগ করেন, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী ও অন্যান্যরা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জনাব আদিলুর রহমান খান, উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; জনাব মোঃ নাহিদ ইসলাম, উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; অধ্যাপক ড. মোহাম্মদ আজম, মহাপরিচালক, বাংলা একাডেমি; সু ভাইজ, কান্ট্রি হেড, ইউনেস্কো; কিযী তাহনিন, হেড অব কালচার, ইউনেস্কো; সজীব এম খায়রুল ইসলাম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২, প্রধান উপদেষ্টার কার্যালয়; ফারাহ শাম্মী, এনডিসি, অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ব্যবস্থাপনা পরিচালক বিএফডিসি; লতিফুল ইসলাম শিবলী, নির্বাহী পরিচালক, নজরুল ইনস্টিটিউট; এইচ.ই সৈয়দ আহমেদ মারুফ, হাইকমিশনার, পাকিস্তান; জাপান অ্যাম্বাসির প্রতিনিধি সহ অন্যান্যরা।
‘840’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’ বড় পর্দায় উপভোগের সময় দর্শকরা রূপালি পর্দায় বুঁদ হয়ে ছিলেন মন্ত্রমুগ্ধের মতোই। বিভিন্ন দৃশ্যে তাদের উচ্ছ্বাসা প্রকাশ করতে দেখা গেছে। ফারুকীর এই নতুন কাজটি বাংলাদেশের গৎবাঁধা রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি বলেও তারা মন্তব্য করেন। সিনেমা হলে এসে সবাইকে ‘840’ দেখতে আমন্ত্রণ জানান তারা।
প্রসঙ্গত, দেশব্যাপী ১৩ ডিসেম্বর থেকে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘840’। এতে অভিনয় করেছেন অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, জাকিয়া বারী মম সহ অনেক পরিচিত মুখ। রাজশাহী ও নওগাঁতে এই পলিটিক্যাল স্যাটায়ারটির অধিকাংশ দৃশ্যের শ্যুটিং করা হয়।
এর আগে- রাজনৈতিক ও সামাজিক অনুসঙ্গগুলো তুলে ধরে বহু ২০০৭ সালে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে চারিদিকে শোরগোল তুলেছিলেন ফারুকী। ট্রেইলার এবং পোস্টার দেখে যতটা আঁচ করা গেছে, ‘840’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’-এ স্যাটায়ারের ভঙ্গিতে দেশের রাজনৈতিক বাস্তবতা তুলে আনবেন তিনি।
‘840’ সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন এসোসিয়েশন উইথ ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন মোঃ খাইরুল ইসলাম।