এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল (শুক্রবার) ১৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৬টায় রাজশাহী আমানা ক্লিনিক কনফারেন্স রুমে রোটারি জেলার ক্লাব পরিদর্শন ও রোটারি ক্লাব রাজশাহী সেন্ট্রাল এবং রোটারি ক্লাব ঢাকা কাওরান বাজার, RID-64 বাংলাদেশ এর যৌথ সেলাই মেশিন বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, RID-64 ডেপুটি কোঅর্ডিনেটর পিডিজি একেএম শামসুল হুদা, RID-64 কো-কোঅর্ডিনেটর যথাক্রমে পিপি এম মাহমুদুল হাসান,পিপি এমএ মান্নান খান, পিপি প্রদীপ মৃধা ও পিপি আশেকুর রহমান মিশু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান শিউলি হাসান, ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন, সিপি হাসিবুল হাসান নান্নু, আইপিপি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, ডিরেক্টর রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান ও রোটারিয়ান ডা. তাহসিনা শামীম তাসু।
অনুষ্ঠানে রোটারি ক্লাব রাজশাহী সেন্ট্রাল এর আরসিসি নারিকেলবাড়িয়া কানেক্ট-এর সদস্য মোসা. জাকিয়াকে ট্রেনিং পরবর্তী সেলাই মেশিন প্রদান করা হয় রোটারি ক্লাব ঢাকা কাওরান বাজার, RID-64 বাংলাদেশ এর সহায়তায়।
রোটারি ক্লাব ঢাকা কাওরান বাজার এবং রোটারি ক্লাব রাজশাহী সেন্ট্রালের সকল সদস্যদের, যারা একত্রে কাজ করে এই কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তাদের যৌথ প্রচেষ্টায় আজ আমরা অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পেরেছি।
অর্জনসমূহ:
রোটারি আন্তর্জাতিক কতৃক প্রদত্ত ৩টি পুরস্কার প্রদান করা হয় পিপি মো. রফিকুল ইসলাম রিপন এবং সিপি সাহিবুল হাসান নান্নু-কে। এছাড়াও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আতিকুর রহমান, ট্রেজারার রোটারিয়ান মো. রাজিউর রহমান উপস্থিত ছিলেন। নতুন সদস্য রোকন ডা. মোস্তফা-এর ইন্ডাকশন সম্পন্ন হয়েছে।
এই কর্মসূচির লক্ষ্য ছিল মহিলাদের আর্থিক স্বনির্ভরতার সুযোগ তৈরি করা। আমরা আশা করি, এই উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। পরিশেষে, উপস্থিত সকল অতিথি, অংশগ্রহণকারী এবং সংগঠকদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আসুন, একসঙ্গে কাজ করে সমাজে আরও ইতিবাচক পরিবর্তন আনতে এগিয়ে যাই।