এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাজশাহীর লক্ষ্মীপুর বকির মোড়ে এলসিসি ফ্রেন্ডস সার্কেল আয়োজিত মহান বিজয় দিবসের ৫৩তম বার্ষিকী উদযাপন করা হয়। সকাল ৬:৩০ টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. গোলাম নবী, আবদুস সবুর, মো. তারিকুল ইসলাম শপন, বাবু এবং হুজ্জাতুল ইসলাম শরীফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলসিসি ফ্রেন্ডস সার্কেলের সভাপতি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকিউর রশিদ সঞ্জু।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। আগামী ২০ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
এলসিসি ফ্রেন্ডস সার্কেল সকল নাগরিককে ঐদিন একত্রিত হয়ে জাতীয় ঐতিহ্যের এই গৌরবময় দিনটি উদযাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে।