এগ্রিলাইফ২৪ ডটকম: আজ রবিবার (৫ জানুয়ারি), ২০২৫, সন্ধ্যা ৬:০০ টায়, সীমান্ত অবকাশ, রাজশাহীতে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বি.এল.এস)-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক এআই ট্রেনিং ম্যানেজার ড. মো. মতিউর রহমান।
আলোচ্য বিষয়সমূহ ছিল ১. নতুন বছরের শুভেচ্ছা বিনিময়, ২. গত বছরের কর্মকাণ্ডের পর্যালোচনা, ৩. বি.এল.এস দিবস উদযাপনের কর্মসূচি, ৪. ১০ম সাধারণ সভা আয়োজনের পরিকল্পনা, ৫. বিবিধ ও গৃহীত সিদ্ধান্তসমূহ নতুন বছরের পরিকল্পনা: নতুন বছরের পরিকল্পনা অনুযায়ী সংগঠনের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়, সফলতা ও চ্যালেঞ্জ পর্যালোচনা: গত বছরের সফলতা এবং চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
বি.এল.এস দিবস উদযাপন: বি.এল.এস দিবসকে আরও বর্ণাঢ্যভাবে উদযাপনের জন্য একটি পৃথক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক: মো. রফিকুল ইসলাম মিলন, সদস্য: মো. মিজানুর রহমান আরেফিন, সোহাগ, আলামিন, কাজল রেখা, তরিকুল, জাহিদ।
কর্মসূচির সময়সূচি সমুহ-৭ই জানুয়ারি: অনলাইনে রাত ৮:৩০ টা, ১১ই জানুয়ারি: সকাল ৮:০০ টা, সোনাইকান্দি বিডিআর ক্যাম্প মাঠ, ২৫শে জানুয়ারি: মান্দা কালিগ্রাম, শাহ কৃষি তথ্য পাঠাগার এবং রাজাবাড়িতে ব্র্যাকের সহায়তায় একটি ফ্রি ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত হবে। ১০ম সাধারণ সভা ও ইফতার- আগামী ১১ই মার্চ, শনিবার ১০ম সাধারণ সভা ও ইফতার আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়, সফল আয়োজনের জন্য দায়িত্ব বণ্টন করা হয
অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে এর মধ্যে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বি.এল.এস)-এর ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) - ২০২৫ উপলক্ষে নিচের চারটি ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হচ্ছে।
১। বর্ষসেরা মূল্যবান ব্যক্তি (Most Valuable Person of the Year), ক্ষেত্র: শিল্প (Industry) / প্রাণিসম্পদ (Livestock Sector) / গবেষণা (Research); যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান এবং প্রভাবশালী ভূমিকা।
২। প্রাণিসম্পদ উদ্যোক্তা (Livestock Entrepreneur), ক্ষেত্র: প্রতিষ্ঠান (Institute) / ব্যক্তি (Person), যোগ্যতা: প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে সফল উদ্যোগ ও কার্যক্রম।
৩। উদীয়মান খামারি (Promising Farmer), ক্ষেত্র: প্রাণিসম্পদ (Livestock) / পোলট্রি (Poultry) / পোষা প্রাণি (Pet)
যোগ্যতা: প্রাণিসম্পদ চাষে উদ্ভাবনী এবং সফল ভূমিকা।
৪। অনুঘটক গণমাধ্যম ব্যক্তিত্ব (Catalyst Media Person), ক্ষেত্র: প্রিন্ট মিডিয়া (Print) / ইলেকট্রনিক মিডিয়া (Electronic)
যোগ্যতা: প্রাণিসম্পদ খাতে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমে কার্যকর ভূমিকা।
আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য:
১. নাম, পদবি, এবং প্রতিষ্ঠানের নাম (প্রযোজ্য ক্ষেত্রে)।
২. যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেইল।
৩. ব্যক্তিগত/প্রাতিষ্ঠানিক অবদানের সংক্ষিপ্ত বিবরণ।
৪. সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাপ্ত সম্মাননা বা স্বীকৃতি (যদি থাকে)।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫
আবেদনপত্র জমাদানের ঠিকানা: ইমেইল: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it., This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
সভায় নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।