বিশেষ প্রতিনিধি: "পুষ্টিরাজ" ব্র্যান্ডের ফিড আজ দেশের সকল শ্রেণীর খামারীদের জন্য আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। উন্নত মানের কাঁচামাল, অভিজ্ঞ নিউট্রিশনিস্টদের গবেষণা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদিত এই ফিড খামারিদের উৎপাদনশীলতা ও লাভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরমান ফিড মিলের ব্যবস্থাপনা ও উৎপাদন প্রক্রিয়া দেশের শীর্ষস্থানীয় ফিডমিলগুলোর মধ্যে অন্যতম, যা "পুষ্টিরাজ"-কে এনে দিয়েছে সেরা মানের স্বীকৃতি।
শনিবার (২৬ এপ্রিল) কক্সবাজারের সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল লং বিচ-এ আরমান ফিডস এন্ড ফিশারিজ লিমিটেডের ("পুষ্টিরাজ ফিড") দুই দিনব্যাপী সেলস কনফারেন্স-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কোম্পানির ডিরেক্টর মোঃ আরমান হোসেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সেলস প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কোম্পানির সিইও কৃষিবিদ হাবিবুর রহমান খান ও এডভাইজার মোহাম্মদ মহি উদ্দিন উপস্থিত ছিলেন । সম্মেলনে সভাপতিত্ব করেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের কনসালট্যান্ট ডাঃ শাহাবুদ্দিন আহমেদ।
মোঃ আরমান হোসেন তার বক্তব্যে বলেন, "আমাদের সেলস টিমের প্রতিটি সদস্য অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। খামারীদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে তারা শুধু পণ্য বিক্রয় নয়, আস্থার সম্পর্কও গড়ে তুলছেন। এই মৌসুমে আমাদের টিম শতভাগ টার্গেট অর্জন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।"
পুষ্টিরাজ ফিড শুধু একটি পণ্য নয়, এটি খামারীদের সাফল্যের অংশীদার," উল্লেখ করে তিনি আরও যোগ করেন, "পুষ্টিরাজ ফিডের লক্ষ্য হলো দেশের প্রতিটি খামারির দোরগোড়ায় সময়মতো চাহিদা অনুযায়ী খাবার পৌঁছে দেওয়া। আমরা বিশ্বাস করি, সঠিক পুষ্টি ও ব্যবস্থাপনা খামারিদের অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি।"
কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক সেলস প্রতিনিধিকে আরও দক্ষ ও উদ্যমী হয়ে কাজ করার জন্য অনুপ্রেরণা প্রদান করেন মোঃ আরমান হোসেন।