ডা. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক যিনি চিকিৎসাশাস্ত্র ও অধ্যাপনার জন্য বিশেষ খ্যাতিমান ছিলেন।

উপদেষ্টা আজ সকালে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এ ইউএসটিসি এর প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে "The Unparalleled Legacy of National Professor Dr. Nurul Islam : Pioneering Contributions of Education, Research, Community Development, and Humanitarian Services " - শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ১৯৮৭ সালে তিনি জাতীয় অধ্যাপক পদ অলংকৃত করেন এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণায় আলোময় পথ দেখিয়েছিলেন বলে তিনি আজও আমাদের চিকিৎসা বিজ্ঞানের অনন্য দ্রষ্টা। তাঁর অবদান সমাজ ও দেশে অপরিসীম। এমনই একজন বিরল প্রতিভাধর, মানবিক ও নিবেদিতপ্রাণ ব্যাক্তিত্ব কিংবদন্তি ডা.নুরুল ইসলাম উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে চট্টগ্রামে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) স্থাপন করেছেন।

উপদেষ্টা বলেন, ডা. নুরুল ইসলাম তাঁর জীবদ্দশায় বেশ কয়েকটি সমাজসেবামূলক সংস্থার সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি জনস্বাস্থ্য ও সমাজকল্যাণ উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে ইসলামিক চিকিৎসা মিশন, জনসেবা ফাউন্ডেশন, আধুনিক, জাতীয় যক্ষ্ণা সমিতি, ইউএসটিসি তার মধ্যে অন্যতম।

বক্তারা ইউএসটিসি এর প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের জীবনের বিভিন্ন বিষয়ের ওপর স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের চিকিৎসা ও বিজ্ঞান গবেষণায় তার অবদান নিয়ে আলোচনা করেন।

ইউএসটিসি এর উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর এম এ মহি উদ্দিন চৌধুরী, ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সায়েন্স (আইএএইচএস) এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. রমা বড়ুয়া। উক্ত সেমিনারে কী নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন আইএএইচএস এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. বদিউল আলম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন