নাটোরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ এবং Mothers of July” বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন

মোছাঃ সুমনা আক্তারী: গত ২ আগস্ট ২০২৫ তারিখে জেলা প্রসাশন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিস,নাটোর এর আয়োজনে “জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ এবং Mothers of July” চলচ্চিত্র প্রদর্শন জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদের মায়েদের নিয়ে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত চলচ্চিত্র ‘July Mothers : Their Eyes Remember’ শীর্ষক ডকুমেন্টরি সিরিজের প্রথম চলচ্চিত্র “ Will you ever sleep, Ma’( তুমি কি আর কখনো ঘুমাতে পারবা ,না’) চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন কৃতজ্ঞ জাতি শ্রদ্ধা আর ভালোবাসায় সেসব শহীদদের স্মরণ করছে। সততা আর দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

জুলাইয়ের মায়েদের মানসিক স্বস্তি প্রদান এবং শহীদ পরিবারের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে, আগামীতে করণীয় সব কিছুই করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ভূঁইয়া, শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা ও নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, শহীদ মেহেদী হাসান রবিনের মা রুবি খাতুন, জুলাই যোদ্ধা মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ইতিহাসের এক গৌরবময় অধ্যায়।আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। অনুষ্ঠানের শেষে গণঅভ্যুথানে শহীদ ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় ।