ডেস্ক রিপোর্ট: গতকাল ৩ আগস্ট ২০২৫ ইং, রোববার বিকাল ৪টায় বাংলাদেশ "ডিপ্লোমা ইন লাইভস্টক" স্টুডেন্টস ফেডারেশন (বিডিএলএসএফ)-এর পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় ফেডারেশনের নেতৃবৃন্দ প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা দ্রুত সংশোধনের দাবি জানান।
তারা পাঁচটি ক্যাটাগরির টেকনিক্যাল পদে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিকে একক যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিও জোরালোভাবে উপস্থাপন করেন। পাশাপাশি, এসব পদ আপগ্রেড করে ১০ম ও ১১তম গ্রেডে ডিপ্লোমা ধারীদের নিয়োগের মাধ্যমে বেকারত্ব দূর করার আহ্বান জানানো হয়। ভবিষ্যতে ডিপ্লোমাধারীদের পদোন্নতির সুযোগ সুনিশ্চিত করার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের নবসৃষ্ট ১১ তম গ্রেডের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ও সমমানের ১১১ টি পদে অতি দ্রুত সময়ে খসড়া নিয়োগবিধির আলোকে নিয়োগ প্রদানের মাধ্যমে বেকারত্ব কিছুটা হলেও দূরীকরনের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমাম উদ্দিন কবির, উপদেষ্টার একান্ত সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আফসার আলী, সভাপতি আল ফরহাদ জীম, সাধারণ সম্পাদক আবিদ শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক মোক্তারুল ইসলাম এবং প্রচার সম্পাদক নুহু ইসলাম।
বিডিএলএসএফ-এর এই উদ্যোগকে সংশ্লিষ্ট মহল ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে জানা গেছে।