এগ্রিলাইফ২৪ ডটকম:ফ্যাসিবাদী সরকার পতনের এক বছর পূর্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের উদ্যোগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস’-উপলক্ষ্যে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। দৌলতপুরস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের সভা কক্ষে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর খুলনা বিভাগীয় মনিটর কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।
আলোচনা সভায় আলোচকরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সাহস ও শক্তিকে কাজে লাগিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন এবং জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। আলোচকরা বলেন, নিজ নিজ অবস্থান থেকে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলেই দীর্ঘদিন ধরে গড়ে ওঠা শোষণ ও দুর্নীতির জঞ্জাল দূর করা সম্ভব হবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ফ্যাসিবাদ সরকার পদত্যাগ করে পালাতে বাধ্য হয়। ছাত্র-জনতা ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন দিয়েছে। অগণিত আন্দোলনকারী ছাত্র-জনতা পঙ্গু হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ এসব পরিবারকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ হতে কোন ধরণের আয়বর্ধনমুলক কাজে সহযোগিতা করা যায় কিনা তা ক্ষতিয়ে দেখতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সকল আলোচক বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কিভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে তা আলোচনায় তুলে ধরেন।
৫ আগস্ট মঙ্গলবার সকালে নগরীর শিববাড়ীতে নব নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ হতে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে জুলাই-আগস্ট গণ অভ্যুথ্থানে নিহতদের স্মরণে পুস্পস্তবক দিয়ে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আলোচনা শেষে শহীদ ও আহত জুলাই আগস্ট যোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনাস্থ বিভিন্ন উইংয়ের প্রজাতন্ত্রের কর্মচারীরা কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তেল ফসল উন্নয়ন প্রকল্পের সহকারী ইজাজুল ইসলাম।