নাটোরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন

মোছাঃ সুমনা আক্তারী: গতকাল নাটোরে ৫ আগস্ট, ২০২৫ তারিখ সকাল দশটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, নাটোর কর্তৃক নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজন করা হয়।

নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সম্মিলন সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফীন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান, নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, শহীদ আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাগণ।

সম্মিলনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করে জাতি। তাদের ঋণ কখনো শোধ হবার নয়। সততা আর দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা প্রদানের পর এ দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা ও জুলাই বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য অবলম্বনে নাটোর জেলায় নির্বাচিত আইডিয়া শোকেসিং উপস্থাপন করা হয়। জেলা প্রশাসন কর্তৃক শহীদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান এবং শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধা/পরিবারের মাঝে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হতে প্রাপ্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাগণ শহরের গাড়িখানা গোরস্থানে শহীদ মিকদাদ হোসেন খান আকিবের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এর্বং শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং জুলাই যোদ্ধাদের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে জেলা তথ্য অফিস শহরের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানের উপরে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করেছেন।