এগ্রিলাইফ২৪ ডটক: রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার শুক্রবার সকালে মুখরিত হয়ে ওঠে ১,০০০-এরও বেশি উৎসাহী দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে রান ২০২৫’-এ।
আরএইচএসটেপ (RHSTEP) ও আরএইচআরএন বাংলাদেশ কোয়ালিশন পার্টনারদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি ‘যুব ক্ষমতায়ন একটি টেকসই ভবিষ্যতের জন্য’ থিম এবং ‘যুব ক্ষমতায়ন, আগামীর নির্মাণ’ স্লোগানে অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল তরুণদের অনুপ্রাণিত করা যাতে তারা একটি উন্নত, টেকসই সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারে।
প্রতিযোগিতায় বাহিরের ৮০০ জন এবং আরএইচএসটেপ ও এর অংশীদার সংগঠনের ২০০ জন দৌড়বিদ অংশ নেন। দৌড় প্রতিযোগিতাটি ছিল ৭.৫ কিলোমিটার দীর্ঘ।
সকাল ৬টায় দৌড় শুরু হয়, যেখানে আলট্রা ক্যাম্প রানার্স (UCR) টেকনিক্যাল পার্টনার হিসেবে নিরাপদ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহায়তা করে।
আরএইচএসটেপ-এর উপ নির্বাহী পরিচালক (ডিইডি) মো. আশিকুল ইসলাম বলেন, তরুণদের জ্ঞান, সম্পদ ও সুযোগ দিয়ে ক্ষমতায়ন করা প্রয়োজন, যাতে তারা সামাজিক ও পরিবেশগত উন্নয়নে অবদান রাখতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, তরুণদের যৌথ উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রূপান্তরমূলক পরিবর্তন আনতে সক্ষম।
‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে রান ২০২৫’ শুধু বাংলাদেশের তরুণদের সম্ভাবনাকে উদযাপন করেনি, বরং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংহতি, সচেতনতা ও সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরি করেছে।