জুলাইয়ের শহীদ-আহতদের উপহার নতুন বাংলাদেশ, রক্ষা হবে প্রতিদিনের অঙ্গীকার-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “জুলাইয়ের শহীদ-আহতদের উপহার নতুন বাংলাদেশ, এই রাষ্ট্রকে রক্ষা করা হবে প্রতিদিনের অঙ্গীকার। তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।"

উপদেষ্টা আজ বিকালে মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন-২০২৫' এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে কেউ বেশিদিন অন্যায় করে টিকে থাকতে পারে না। আগামীতে যদি কোনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আমরা আবার মাঠে নামব।” শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, অন্যায়ের বিরুদ্ধে ঐতিহাসিক এই আন্দোলনে কমবয়সী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন , এত বড় অন্যায়-অত্যাচার, অসংখ্য আহত ও নিহত — বাংলাদেশের ইতিহাসে এত স্বল্প সময়ে এর আগে কখনো ঘটেনি।

দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাছ, মাংস, দুধ ও ডিম না খেলে সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত হবে না। তিনি আরো বলেন, গ্রামের মায়েরা গরু-ছাগল লালন পালন করে সন্তানের শিক্ষার খরচ বহন করছেন — তাদের অবদান অপরিসীম। তবুও গ্রামীণ নারীরা এখনো সমাজে বঞ্চিত এবং তাদের মর্যাদা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাই তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করে সম্মান দিতে হবে। নদী তীরবর্তী, হাওর-বাঁওরের জেলেদের অবদানও তিনি উল্লেখ করেন। তারা কঠোর পরিশ্রম করে আমাদের মাছ সরবরাহ করছেন, তাই তাদেরও প্রাপ্য মর্যাদা আমাদের দিতে হবে।

প্রধান শিক্ষক জিনাত ফারহানার সভাপতিত্বে এসময় আরো বক্তৃতা করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোকছেদুর রহমান আবির, মীরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. মোস্তারি আহমেদ, মায়ের ডাকের যুগ্ম সমন্বয়ক মো: মুশফিকুর রহমান জোহান, অভিভাবক সদস্য আব্দুল মান্নান।

পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।