শাজাহানপুরে অভিযানে নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও ১টি খরা জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার সাজাপুর চকপাড়া এলাকায় করতোয়া ও ভদ্রাবতি নদীর সংযোগস্থলে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান। এ সময় শাজাহানপুর থানার এসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, এলাকাবাসী ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।

উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান বলেন, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।