তারুণ্যের উৎসব-২০২৫ : তরুণদের উদ্ভাবনী শক্তিই কৃষি রূপান্তরের চালিকা শক্তি

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কর্তৃক আয়োজিত “তারুণ্যের উৎসবু-২০২৫” শীর্ষক সেমিনার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি”। অনুষ্ঠানে দেশের তরুণ কৃষি উদ্ভাবক ও উদ্যোক্তাদের সফলতার গল্প তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি তাঁর বক্তব্যে তরুণদের কৃষি গবেষণা, প্রযুক্তি ও উদ্যোক্তা মনোভাবকে দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মোঃ লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) ড. মোঃ আব্দুল করিম মোল্লা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরসির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুস সালাম। সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আট জন সফল কৃষি উদ্যোক্তা তাঁদের অভিজ্ঞতা ও উদ্ভাবনী কর্মকাণ্ড তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন যে তারণ্যের উৎসব-২০২৫ তরুণ উদ্যোক্তাদের কৃষিতে নতুন উদ্ভাবন ও বিনিয়োগে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।