জলাতঙ্ক রোগে আতঙ্কিত হওয়ার কিছু নেই-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

এগ্রিলাইফ২৪ ডটকম: জলাতঙ্ক রোগে আতঙ্কিত হওয়ার কিছু নেই , বরং যে ব্যবস্থা গ্রহণ করলে রোগটি নির্মূল হবে তেমন সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে হবে। রোগটি সম্পর্কে আতঙ্ক সৃষ্টি না করে যে সকল মাধ্যম দ্বারা রোগটি সৃষ্টি হয় তা যথাযথভাবে প্রতিরোধ করতে হবে।

আজ (২৭ সেপ্টেম্বর ২৫) শনিবার সকালে রাজধানীর ফার্মগেটস্থ কৃষি গবেষণা কাউন্সিলের সেমিনার রুমে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ।

উপদেষ্টা আরও বলেন, মাস ডগ ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সেল্টার রেসকিউ সেন্টার, এনিমেল ওয়েলফেয়ার অ্যাক্ট ২০১৯ এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। এছাড়াও তিনি বলেন, কুকুরের প্রতি আমাদের আচরণ বদলাতে হবে; এদের প্রতি আমাদের মানবিক হতে হবে।

ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডা. মো. বয়জার রহমান, পরিচালক প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. শাহিনুর আলম, পরিচালক, প্রাণিসম্পদ ঔষধাগার, ঢাকা। তিনি তার প্রবন্ধ উপস্থাপনায় বলেন, বিশ্বের ১৫০ টি দেশে জলাতঙ্ক রোগ বিস্তৃত রয়েছে। এই রোগটি আমাদের দেশে গ্রীষ্মের শেষে ও শরতের প্রথমে দেখা যায়। তিনি আরও বলেন, এই রোগে বিশ্বে প্রতিবছর প্রায় ৫৯ হাজার মানুষ মারা যায়। এ রোগে বিশ্ব আর্থিকভাবে ৮.৬ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. মো. আবু সুফিয়ান বলেন , এই রোগটি যদি কুকুরের মধ্যে সম্পূর্ণ প্রিভেনশন করা যায়, তাহলে মানুষের মধ্যে শতভাগ নির্মূল করা সম্ভব হবে। তিনি আরও বলেন, মানব স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই কুকুরের স্বাস্থ্য ভালো রাখতে হবে। এছাড়াও তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটকে এ সংক্রান্ত গবেষণা পরিচালনার জন্য অনুরোধ জানান।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, জলাতঙ্ক রোগটি গবেষক ও সকল কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে নির্মূল করা সম্ভব। তাই রোগটি নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. এফ এইচ আনসারী, প্রেসিডেন্ট এসিআই এগ্রি বিজনেসেস; অধ্যাপক ডা. তাহমিনা শিরীন,পরিচালক আইইডিসিআর ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রুবাইয়াত আহমেদ, অভয়ারণ্য বাংলাদেশ ; স্থপতি রকিবুল হক এমিল,প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পিপল ফর অ্যানিমেল অয়েল ফেয়ার ফাউন্ডেশন ; ডঃ মো. সফিউল আহাদ সরদার, কনভেনার বিভিএ; ডাক্তার মো. আজিজ আল মামুন, পরিচালক কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল, ঢাকা।

উল্লেখ্য,বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে " জলাতংক নির্মূলে কাজ করি সবাই মিলে" এই স্লোগানকে সামনে নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক  সকাল ৯.০০ টায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।