শেকৃবিতে রিজেনারেটিভ এগ্রিকালচার নিয়ে রাউন্ডটেবিল অনুষ্ঠিত

শেকৃবি প্রতিনিধি:রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে(শেকৃবি) 'রিজেনারেটিভ এগ্রিকালচার: উৎপাদনশীলতা ও টেকসই উন্নয়ন' শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে দুই ঘণ্টাব্যাপী এ আলোচনায় নীতিনির্ধারক, গবেষক, কৃষিবিদ ও বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বৃদ্ধির উদ্দেশ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বায়ার ক্রপ সায়েন্সের মাঝে এমএইউ সাক্ষরিত হয়।

আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স কক্ষে আয়োজিত বায়ার ক্রপ সায়েন্স এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে আলোচনা সভার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে পুনর্জননশীল কৃষি ও কার্বন হ্রাসকারী চাষাবাদ প্রসার করা। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী ও বায়ার ক্রপ সায়েন্সের পক্ষ থেকে রেজাউল করিম। এতে কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনায় নীতিমালা প্রণয়ন, সরকারি-বেসরকারি সহযোগিতা, কৃষক সহায়তা, যুবদের কৃষিতে সম্পৃক্তকরণ এবং তথ্যভিত্তিক সিদ্ধান্তগ্রহণ এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন, মাটির উর্বরতা কমে যাওয়া এবং পানিসঙ্কট বাংলাদেশের কৃষির বড় চ্যালেঞ্জ। তবে পুনর্জননশীল কৃষি এ সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। কিভাবে নির্দিষ্ট ধান বপন পদ্ধতি ব্যবহার করে ফসলের ফলন বাড়িয়ে পরিবেশের ওপর চাপ কমানো যায় এবং ভুট্টাকে জৈবজ্বালানি ও পশুখাদ্যের উৎস হিসেবে ব্যবহার করে আমদানি নির্ভরতা কমানো যায় সে বিষয়ে আলোচনা হয়। তরুণ উদ্যোক্তাদের কৃষিতে যুক্ত করা এবং নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার প্রয়োজনীয়তাও আলোচনায় গুরুত্ব পায়।

এছাড়াও আলোচিত হয় পুনর্জননশীল কৃষি, ধান চাষে কার্বন নির্গমন কমানোর প্রযুক্তি, ভুট্টা উৎপাদন ও জৈবজ্বালানির সম্ভাবনা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং তরুণ কৃষি উদ্যোক্তাদের প্রযুক্তিবান্ধব উদ্যোগ ইত্যাদি বিষয়।

আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ, বায়ার ক্রপ সায়েন্সের এশিয়া প্যাসিফিকের প্রধান মালু নাকরেইনার, ব‍্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, এসিআই এগ্রিজিনেসেস এর প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসাইন, বাকৃবির শিক্ষক ড. আসাদুজ্জামান, কৃষি মন্ত্রনালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন।