
এগ্রিলাইফ২৪ ডটকম: ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ঢাকা; বাংলাদেশঃ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় যেখানে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু ও প্রায় শতাধিক আহত হয়েছেন। ভবনসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, উদ্বেগ ও আতংকে আছে সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় ভূমিকম্পের শুরু থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) কাজ করছে।
ইতোমধ্যে শতাধিক রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, প্রাথমিক চিকিৎসা প্রদান, ক্ষতিগ্রস্ত এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণ, আহতদের হাসপাতালে নেওয়া ও হাসপাতালে সহায়তা করাসহ নানান জরুরি মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকাসহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনাবাহিনী ও পুলিশের সাথে একসাথে কাজ করছে।
সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম বলেন 'ভূমিকম্পের কারণে যারা মৃত্যুবরণ করেছেন এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের গভীর সমবেদনা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শুরু থেকেই বিপর্যস্ত মানুষদের সহায়তা করছে এবং কর্তৃপক্ষকে জরুরি তথ্য সংগ্রহে সাহায্য করছে। আমরা পরিস্থিতি সম্পূর্ণ নজরে রেখেছি এবং প্রয়োজনে সেবা বাড়ানোর জন্য প্রস্তুত রয়েছি।'
এছাড়াও এই দুর্যোগকালীন সময়ে জরুরি কার্যক্রম কেন্দ্র (ইওসি) চালু করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা সহায়তা দল প্রস্তুত রেখেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানগুলো বিশেষ করে পুরোনো ঢাকা, নরসিংদী এবং নারায়নগঞ্জে রেড ক্রিসেন্ট ইয়ুথ (আরসিওয়াই) স্বেচ্ছাসেবীরা পুরান ঢাকায় এবং নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা বলেন, 'এই ভূমিকম্প বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সিসমিক ঝুঁকির স্মরণ করিয়ে দেয়, বিশেষত ঢাকার মতো জনবসতিপুর্ণ শহরে। আমরা আইএফআরসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাশে দাঁড়িয়েছি। একসাথে পরিস্থিতি পর্যালোচনা করছি এবং ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তা করছে। আইএফআরসি ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।'
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে এবং সরকারি তথ্য ও নির্দেশনা মেনে চলা; বিষেশত ভবন ও অবকাঠামোগুলোতে দৃশ্যমান ফাটল বা ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করা ও সতর্ক থাকার জন্য অনুরোধ করছে।
উল্লেখ্য, ভূমিকম্পের প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎস নরসিংদীর মাধবদী এলাকায়, যা ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের কম্পন ঢাকা ও নরসিংদীসহ চাঁদপুর, সিরাজগঞ্জ, নীলফামারী, বগুড়া, বরিশাল, পটুয়াখালী ও মৌলভীবাজার এলাকায় অনুভূত হয়েছে।
























