
এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশন (BTF)-এর বার্ষিক সাধারণ সভা ও নতুন এক্সিকিউটিভ কাউন্সিল এর অভিষেক সম্পন্ন হয়েছে। আজ ১৬ ডিসেম্বর ২০২৫, রাজধানীর তেজগাঁওস্থ ইয়ন কনভেনশন সেন্টারে বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশন এর সভাপতি ড. মোঃ গোলাম হোসেন-এর সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আগামী ৩ বছরের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। উপস্থিত সদস্যদের ভোটে ফাউন্ডেশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জেনেটিক অ্যাকুয়া হ্যাচারী এন্ড ব্রিডার্স এর স্বত্বাধিকারী কৃষিবিদ মোহাম্মদ জিল্লুর রহমান।
এছাড়াও বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশনের চীফ এডভাইজার হিসাবে নির্বাচিত হয়েছেন ড. মোঃ গোলাম হোসেন, সিনিয়র সহঃ সভাপতি হিসাবে এবিএম শামসুল আলম, সহঃ সভাপতি হিসাবে মোহাম্মদ গোলাম মোস্তফা ও আব্দুল কাদের তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসাবে মোঃ আমিরুল কবির চৌধুরী, কোষাধ্যক্ষ হিসাবে মনসুর আলম দীপু, কার্যকরী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন শ্রী রিতিশ পন্ডিত, মোঃ আব্দুল বাতেন, রফিকুল ইসলাম আকন্দ, প্রফেসর আব্দুল্লাহ আল মামুন ও শফিকুল ইসলাম তালুকদার।
বার্ষিক সাধারণ সভায় ফাউন্ডেশনের বিগত বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। একইসঙ্গে দেশের মৎস্য ও জলজ সম্পদ উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্যসম্মত উপায়ে তেলাপিয়া চাষ ব্যবস্থাপনা, বিপণন ও রপ্তানি উন্নয়নে ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

নব-নির্বাচিত সভাপতি মোমিন উদ দৌলা তার বক্তব্যে ফাউন্ডেশনের লক্ষ্য অর্জনে সকলকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং তেলাপিয়া শিল্পকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও গবেষণার উপর জোর দেন।
উক্ত অনুষ্ঠান মৎস্য ও জলজ সম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নতুন এক্সিকিউটিভ কাউন্সিল এর নির্বাচন পরিচালনায় চীফ ইলেকশন কমিশনার হিসাবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এস এম রফিকুজ্জামান, ইলেকশন কমিশনার হিসাবে শেরেবাংলা কৃষি বিদ্যালয়ের প্রফেসর ড. এ এম শাহাবুদ্দিন ও ফিশটেক বিডি'র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারিক সরকার দায়িত্ব পালন করেন।
























