
মো. মেহেদী হাসান (বরিশাল): শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, সঠিক পুষ্টি গ্রহণে উদ্বুদ্ধকরণ এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার বাস্তবায়নাধীন স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় বরিশাল সদর উপজেলার ১০৫ নং দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “পুষ্টি ও পরিবেশ সচেতনতা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) আয়োজিত এ প্রশিক্ষণে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বরিশাল সদর-এর বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডা. দোলা বিশ্বাস, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুন নাহার কলি।
প্রশিক্ষণে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দুধ ও দুগ্ধজাত খাদ্যের গুরুত্ব, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, অপুষ্টির কুফল ও প্রতিকার, পরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার গুরুত্ব, নিরাপদ খাদ্য ও পরিবেশ সংরক্ষণে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সহজ ভাষা ও বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপিত আলোচনায় অংশগ্রহণকারীরা ব্যাপকভাবে উদ্বুদ্ধ হন এবং ভবিষ্যতে শিশুদের পুষ্টি ও পরিবেশ বিষয়ে আরও সচেতনভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, বরিশালের জনাব মো. মেহেদী হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক জনাব মো. নাঈম আকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
























