এগ্রিলাইফ২৪ ডটকম:জাকস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত RMTP Poultry প্রকল্পের আওতায় কম্পোস্টের বাজার উন্নয়নে সংস্থার প্রধান কার্যালয়, জয়পুরহাটে ডিলার সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, পরিচালক অপারেশন), মোঃ আফতাব আলী ( উপ পরিচালক -অডিট), মোঃ খুরশিদ আলম ( উপ-পরিচালক -অর্থ ও হিসাব), মোঃ ওবায়দুল ইসলাম(উপ-পরিচালক- প্রোগ্রাম), ডাঃ মোঃ জহুর আলী (প্রকল্প ব্যবস্থাপক) সহ প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ কৃষিজ উৎপাদনের মূল হাতিয়ার হচ্ছে জৈব সার অর্থাৎ ট্রাইকো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট। তাই প্রকল্পের কর্ম এলাকায় উৎপাদিত জৈব সার কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বিক্রয় প্রতিনিধিদের অনুরোধ করা হয়।