এগ্রিলাইফ২৪ ডটকম: বন্যা কবলিত এবং বন্যা পরবর্তী গবাদি পশু ও হাঁস মুরগির সুরক্ষায় খামারি ভাইদের করণীয় ও তাদের যে কোনো পরামর্শে এগিয়ে এসেছে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সে লক্ষে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ। সংশ্লিস্ট এলাকার মোবাইল নম্বরে যোগাযোগ করে যে কোনো খামারী পরামর্শ নিতে পারবেন খামারী ভাইবোনেরা।
১.গবাদি পশু ও হাঁস মুরগিকে যথাসম্ভব উঁচু ও শুকনো জায়গায় সম্ভব হলে মাচা বা বেড়া দিয়ে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ত্রিপল ব্যবহার করে অস্থায়ী তাবু বা শেড নির্মাণ করে রোদ বৃষ্টি থেকে রক্ষার ব্যবস্থা করতে হবে।
২.গবাদি পশু ও হাঁস মুরগির জন্য জরুরী স্বাস্থ্য সুরক্ষা, জরুরী পশু খাদ্য (যেমন- শুকনো খড়,বাঁশের পাতা, কলার পাতা, শেওড়া পাতা, ঘমের ভুষি, ডালের ভুষি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে।
৩.উঁচু স্থানে খড় সহ অন্যান্য পশু খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
৪.বন্যা কালীন গবাদি পশু ও হাঁস মুরগির বাসস্থানে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে
৫.মৃত গবাদি পশু ও হাঁস মুরগিকে দ্রুত মাটির নিচে পুঁতে ফেলার ব্যবস্থা করতে হবে।
৫.বন্যার পানি নেমে যাওয়ার পর গবাদি পশু ও হাঁস মুরগিকে প্রতিষেধক টিকা প্রদান করতে হবে।
৬.গবাদি পশু ও হাঁসমুরগি সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য নিকটস্থ প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করতে হবে।
এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (প্রয়োজনীয় মোবাইল নাম্বার)
ফেনী এরিয়া : ০১৭০৯৬৪০২১৭
কুমিল্লা এরিয়া : ০১৭৭৭৭১৯১৫৫
চট্টগ্রাম এরিয়া : ০১৭০৯৬৪০২১৭
সিলেট এরিয়া : ০১৭০১২২০৯৯৯
ঢাকা এরিয়া : ০১৭০৯৯৯৯৪০৩
গাজীপুর /নরসিংদী /টাঙ্গাইল এরিয়া : ০১৭৫৫৫৯৪৬৫০
বগুড়া /পাবনা এরিয়া : ০১৭৫৫৫৯৪৬৬২
রংপুর /দিনাজপুর এরিয়া : ০১৭১৩৩৬৯২০৭
বরিশাল /খুলনা /যশোর এরিয়া : ০১৭০১২১৯৮৮৪