ক্যম্পাস ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম । বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক তথ্যে এটি জানানো হয়।
এতে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অদ্য ২১ আগস্ট ২০২৪ তারিখের স্মারক নং-৩৭.০০.০০০০. ০৭৯.১১.১৬১.১৪-২৪৬ মূলে প্রেরিত পত্রের প্রেক্ষিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুপস্থিতিতে ২১ আগস্ট বিকেলে অনুষ্ঠিত ডিন কাউন্সিলের সভার সিদ্ধান্ত মূলে এ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম সাময়িকভাবে অত্র বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন।