
এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার International System for Agricultural Science and Technology (AGRIS) ডাটাবেজে স্থান পেয়েছে। খাদ্য ও কৃষি সংস্থার এই বৈশ্বিক ডাটাবেজ আনুষ্ঠানিকভাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাময়িকী "Journal of Sylhet Agricultural University" কে তার বৈশ্বিক কৃষি বিজ্ঞান বিষয়ক প্ল্যাটফর্মে একীভূত করেছে।
এর ফলে সিকৃবি'র গবেষণার জন্য বৃহত্তর আন্তর্জাতিক দৃশ্যমানতা, বিশ্বব্যাপী কৃষি বিজ্ঞানে বাংলাদেশের অবদানের স্বীকৃতি এবং সমস্ত প্রকাশিত কাজের জন্য যথাযথ প্রাতিষ্ঠানিক ক্রেডিট নিশ্চিত হবে। এ ডাটাবেজ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে ইউনিক আইডি BDO প্রদান করেছে।
এ প্রসঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোঃ আলিমুল ইসলাম বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পাওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক রাঙ্কিং এর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি জার্নাল এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সাময়িকীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য সম্প্রতি সাময়িকীটি DOI Indexing, eISSN এবং BanglaJol প্লাটফর্মেও অন্তর্ভুক্ত হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর সরাসরি তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে সাময়িকীটি প্রকাশিত হয়ে আসছে।
























