এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ লাইভস্টক সোসাইটির উদ্যোগে মাসব্যাপী বিএলএস দিবস উদযাপন উপলক্ষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প - ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিএলএস দিবস উদযাপনের অংশ হিসেবে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প - ২০২৫ আজ সকাল ৮:৩০ মিনিটে পবা উপজেলার সোনাইকান্দি চড়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএমডিএ রাজশাহী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ফ্রি ওষুধ পাওয়াকে ফ্রিমনে না নিয়ে উপহার হিসেবে নিতে হবে এবং দেশের পশুসম্পদ খাতের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন।”
বিশেষ অতিথি প্রফেসর ড. মুহাম্মদ আখতারুল ইসলাম, সহ-সভাপতি, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি, তাঁর বক্তব্যে প্রাণিসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সোসাইটির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার, সভাপতি, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি। তিনি বলেন, “বাংলাদেশের পশুসম্পদ খাতে টেকসই উন্নয়নের জন্য বিএলএস একটি মাইলফলক হিসেবে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টা ও সেবা প্রদানের মাধ্যমে আমরা দেশের অর্থনৈতিক ও প্রাণিসম্পদ খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারব।”
রোটারিয়ান ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি, ফ্রি ভেটেরিনারি ক্যাম্পের মাধ্যমে গ্রামীণ পশু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাসব্যাপী বিএলএস দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম মিলন
সদস্য মিজানুর রহমান মিজান, সেলিনা বেগম, সাকিব মোস্তফা নয়ন, সোহাগ আলী, জাহিদ হাসান, এবং উজ্জল হোসেন।
মীম এন্টারপ্রাইজ, তুলি এন্টারপ্রাইজ, এবং এফ অ্যান্ড এফ এর মি. উজ্জলের সহযোগিতায় এলাকার প্রায় শতাধিক খামারিকে বিভিন্ন ধরনের ওষুধ, ভিটামিন এবং ইনজেকশন প্রদান করা হয়।
মাসব্যাপী এই উদযাপনের আওতায় বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সেমিনার আয়োজন করা হবে।
স্থানীয় খামারিগণ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “এর আগে প্রাণিসম্পদ খাত থেকে আমরা কখনো এমন সহযোগিতা পাইনি। এই উদ্যোগ আমাদের খামারি জীবনে একটি নতুন দিশা দেখাচ্ছে।”
বাংলাদেশ লাইভস্টক সোসাইটি দেশব্যাপী প্রাণিসম্পদ খাতে ইতিবাচক পরিবর্তন আনতে অঙ্গীকারবদ্ধ। প্রেরণা ও সেবা প্রদানের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।