রাজধানী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে এনিমেল হেলথ্ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রাণিসম্পদ খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, ডিএলএস এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ, নীতিনির্ধারক, ভেটেরিনারি বিশেষজ্ঞ, নিউট্রিশনিষ্ট এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা একত্রিত হন।
অনুষ্ঠানে আহকাব-এর সভাপতি জনাব সায়েম উল হক এবং মহাসচিব মোহাম্মদ আফতাব আলম উপস্থিত সকলকে স্বাগত জানান এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, ব্যবসায়িক সহযোগিতা ও নীতি সহায়তার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তারা রমজানের পবিত্রতা ও সমাজের সার্বিক কল্যাণ কামনা করেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বিপিআইসিসি সভাপতি জনাব শামসুল আরেফিন খালেদ।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আহকাবের সদস্য ও আমন্ত্রিত অতিথি মিলে প্রায় ৪০০ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। রমজানের এই পবিত্র সময়ে আহকাবের এই আয়োজন সামাজিক সম্প্রীতি ও অর্থনৈতিক উন্নয়নের প্রতীক হিসেবে বিবেচিত হবে বলে মনে করেন সংশ্লিস্টরা।