পুঠিয়া উপজেলার প্রাণিসম্পদ সেবা সারাদেশের জন্য মডেল

এগ্রিলাইফ২৪ ডটকম: রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পল্লী প্রাণিসম্পদ চিকিৎসক এসোসিয়েশনের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় আজ ১৮ মার্চ ২০২৫ তারিখে এ মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রাণিসম্পদ পরিবারের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী, পল্লী প্রাণিসম্পদ চিকিৎসক এসোসিয়েশনের সদস্যগণ এবং বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান প্রফেসর ডঃ মোঃ জালাল উদ্দিন সরদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ মোঃ আখতারুল ইসলাম, রোটারিয়ান ডঃ মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ (সাধারণ সম্পাদক, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি) এবং ডাঃ ওয়ালিউল্লাহ (ভেটেরিনারি সার্জন, পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিস)।

অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ উন্নয়ন, পশু স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পল্লি প্রাণিসম্পদ চিকিৎসক (প্রাথমিক) এসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক হোসেন এবং প্রাণিসম্পদ পল্লি চিকিৎসক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত কুমার মণ্ডল তাদের বক্তব্যে প্রাণিসম্পদ খাতে স্থানীয় চিকিৎসক ও কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রধান অতিথি প্রফেসর ডঃ মোঃ জালাল উদ্দিন সরদার বলেন, "প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খাতের উন্নয়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। পশুপালন ও চিকিৎসা সেবার মানোন্নয়নের মাধ্যমে আমরা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারব।"

বিশেষ অতিথি প্রফেসর ডঃ মোঃ আখতারুল ইসলাম বলেন, "প্রাণিসম্পদ সেক্টরে সফলতা আনতে হলে একটি সুসংগঠিত টিমওয়ার্ক জরুরি। প্রত্যেক কর্মকর্তা ও পল্লি প্রাণিসম্পদ চিকিৎসক একসঙ্গে কাজ করলে এই খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।"

রোটারিয়ান ডঃ মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ বলেন, "পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিস সারাদেশের জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করছে। উপজেলা পর্যায়ে যদি সরকারি ও বেসরকারি পর্যায়ের সকলে একত্রে প্রাণিসম্পদ খাতে কাজ করে, তাহলে বাংলাদেশে প্রাণিসম্পদ শিল্পের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই উদ্যোগ শুধু পুঠিয়া নয়, দেশের অন্যান্য উপজেলাতেও ছড়িয়ে দেওয়া উচিত।"

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, "পুঠিয়া উপজেলার প্রাণিসম্পদ উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা একে অপরের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারি এবং সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারি।"

শেষে, উপস্থিত সবাই দেশ ও জাতির উন্নতি, প্রাণিসম্পদ খাতের সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন।