বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) "বিশ্ব ভাষা অনুসন্ধান" শিরোনামে দ্বিতীয়বারের মতো জাতীয় ভাষা উৎসব-২০২৪ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই উৎসবে ১২টি বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এ আয়োজন করেছে বাকৃবি ভাষা শিক্ষা সংগঠন।
দুই পর্বের এই অনুষ্ঠানে প্রথম দিন ভাষায় দক্ষতা যাচাই এবং শেষ দিন আলোচনা ও প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কিঙ্কর আহসান এবং মুশফিক এনাম তূর্য।
ভাষা প্রতিযোগিতায় পাঁচটি ভাষার উপর ১০টি বিভাগে অংশ নেওয়া যাবে। বিভাগগুলো হলো: শব্দ গল্পকৃত্য (প্রথম ও দ্বিতীয় পর্ব), সাহিত্য উৎসব (প্রথম ও দ্বিতীয় পর্ব), কল্পকাহিনি একীকরণ (প্রথম ও দ্বিতীয় পর্ব), ব্যাকরণ ব্যঞ্জন, ফরাসি ভাষা, জাপানি ভাষা, এবং শব্দ খোঁজ। এসব বিভাগ থেকে ৩৩ জন বিজয়ীকে নগদ ৪০ হাজার টাকা পুরস্কারসহ নানা পুরস্কারে সম্মানিত করা হবে।
ভাষা উৎসব সম্পর্কে বাকৃবি ভাষা শিক্ষা সংগঠনের সাধারণ সম্পাদক ফাহমিদা সুলতানা মিতু বলেন, "বাকৃবি ভাষা শিক্ষা সংগঠন আসলে ভাষা ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করে। আমরা এই উৎসবের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষা নিয়ে গল্পকথার সুযোগ পেয়েছি। যেখানে সবাই বিভিন্ন দেশের ভাষা নিয়ে চর্চা করতে পারে। এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার এটি একটি দারুণ সুযোগ।"
উল্লেখ্য, উচ্চশিক্ষা এবং পেশাগত জীবনে ভাষা চর্চার গুরুত্ব উপলব্ধি করে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে ২০১৮ সালে বাকৃবিতে ভাষা শিক্ষা সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের ভাষা বিষয়ক জ্ঞান সমৃদ্ধ করতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে আসছে।