কৃষিকথা পত্রিকার গ্রাহক সংগ্রহে অবদান রাখায় সম্মননা পেলেন ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ

মোঃ আব্দুল্লাহ-হলি-কাফি :কৃষি তথ্য সার্ভিসের পক্ষ থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনার অধ্যক্ষ কৃষিবিদ মো: সাইফুল আজম খানকে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রাচীন ফার্ম ম্যাগাজিন মাসিক কৃষিকথা পত্রিকার গ্রাহক সংগ্রহে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠানের মাঝে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মোঃ মসীহুর রহমান তাঁকে এই সম্মননা স্মারক প্রদান করেন।

গত ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে আয়োজিত অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত সচিব (গবেষণা অনুবিভাগ) জনাব মোঃ আবু জুবাইর হোসেন বাবলু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ ছাইফুল আলম, সরেজমিন উইং-এর পরিচালক কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান মন্ডল এবং প্রশাসন ও অর্থ উইং-এর পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাহিনুল ইসলাম, কৃষি মন্ত্রণায়য়ের যুগ্ম সচিব জনাব ড. মো: লুৎফর রহমান এবং জনাব দীপংকর বিশ্বাস, কৃষি মন্ত্রণায়য়ের উপসচিব জনাব মো: মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত)সহ কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা প্রধানগণ ও কৃষি বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৪১ সনে তৎকালীন বঙ্গীয় কৃষি বিভাগ হতে মাসিক ম্যাগাজিন হিসেবে প্রথম কৃষিকথার যাত্রা শুরু হয়। বিগত ৮৪ বছর ধরে কৃষিকথা কৃষির তথ্য প্রযুক্তি বিস্তার করে কৃষি উন্নয়নে অবদান রেখে চলছে। নামমাত্র মূল্যে কৃষক এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের মাঝে বিতরণ করা হয়। বর্তমান কৃষিকথার গ্রাহক সংখ্যা ৮০ হাজারেরও বেশি। কৃষিকথা পত্রিকাটি দেশের খ্যাতনামা কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী, গবেষক, কৃষিকর্মী, সমাজকর্মী, কবি, সাহিত্যিকদের কৃষি গবেষণার ফলাফল, গবেষকদের জ্ঞানলব্ধ কারিগরি তথ্য, চাষি ভাইদের অভিজ্ঞতাপ্রসূত রচনা জনগণের কাছে পৌঁছে দিয়ে সেতু বন্ধনের কাজ করছে।

অন্য দিকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডর সহায়তায় ৪ (চার) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্স সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বি.এজি.এড কোর্স চালু রয়েছে। এখানে প্রায় ১১০০ শিক্ষর্থী পড়াশুনা করে। এই পত্রিকায় যেহেতু সমসাময়িক বিষয়ে বিশেষ তথ্য প্রচার করে থাকে তাই এই পত্রিকা ব্যবহার করে শিক্ষার্থীরা সজজেই বাস্তব ও সমসাময়িক জ্ঞান লাভ করবে বলে সকলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।